শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪ ১৭ই কার্তিক ১৪৩১
Smoking
 
দুর্গোৎসবের মহাষ্টমীতে অনুষ্ঠিত হয়েছে কুমারী পূজা
প্রকাশ: ০৩:৫১ pm ২৮-০৯-২০১৭ হালনাগাদ: ০৪:১৫ pm ২৮-০৯-২০১৭
 
 
 


দুর্গোৎসবের মহাষ্টমীতে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে কুমারী পূজা। কুমারীকে দেবী দুর্গার প্রতিরূপ বিবেচনা করে মহাআড়ম্বরে এ পূজা করা হয়। কুমারী পূজার মধ্য দিয়ে নারী শক্তি জাগ্রত হবে এমনটাই বিশ্বাস করেন ভক্তরা।

এছাড়া বৃহস্পতিবার থেকে দেবীর বিহিত পূজা আর অঞ্জলি দেয়ার মধ্য দিয়ে অষ্টমী পূজার আচার অনুষ্ঠান পালন করে সনাতন ধর্মাবলম্বীরা।

ছবিঃ শামীম আহম্মেদ
চট্টগ্রাম: চট্টগ্রাম বাজছে ঢাক-ঢোল আর উলু ধ্বনি। এর মধ্যদিয়ে চট্টগ্রামের পাথরঘাটা পূজা মণ্ডপে সর্বকামনা সিদ্ধির জন্য ব্রাহ্মণ কুমারীকন্যাকে দেবী দুর্গা রূপে সাজানো হয়। এরপর অষ্টমী তিথিতে মন্ত্রপাঠ আর ফুল দিয়ে বরণ করা হয় দুর্গার এ প্রতিরূপকে। কুমারী রূপে দেবী দর্শনে মন্দিরে ভিড় করেন সনাতন ধর্মাবলম্বী এবং দর্শনার্থীরা।

ময়মনসিংহ: ময়মনসিংহে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বৃহস্পতিবার সকালে রামকৃষ্ণ মিশনে প্রবেশ করেন সনাতন ধর্মাবলম্বীরা। এসময় মহাআড়ম্বরে দুর্গার পার্থিব রূপ হিসেবে অপরাজিতা নামে পূজিত হন কুমারী মিথিলা। কুমারীকে দেখতে এসময় মণ্ডপে ভিড় করেন হাজারো ভক্ত-অনুরাগী। কুমারী পূজার আয়োজনে উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।

রাজশাহী: রাজশাহী নগরীর ত্রিনয়ন সংঘ পূজা মণ্ডপে বৃহস্পতিবার ভোর থেকে দুর্গোৎসবের মহাষ্টমীর উপাচার শুরু করেন পূণ্যার্থীরা। এসময় নতুন কাপড় ও বাহারি গয়নায় সজ্জিত কুমারীকে বসানো হয় সুসজ্জিত আসনে। পরে দেবীর স্তব-স্তুতিতে নেচে গেয়ে বরণ করে নেয়া হয় কুমারীকে।

হবিগঞ্জ: হবিগঞ্জে প্রতি বছরের মতোই অষ্টমী তিথিতে সম্পন্ন হয়েছে কুমারী পূজা। আনন্দময়ী দুর্গার ভৈরবী রূপে সাজিয়ে পূজা করা হয় কুমারী সুস্মিতা চক্রবর্তীকে।

শঙ্খ ধ্বনি আর ঢাক-ঢোল বাজিয়ে মহাষ্টমীর আনুষ্ঠানিকতা শুরু হয় বরিশাল ও সিলেটে। এরপর রীতি অনুযায়ী বিহিত পূজা, দেবী বন্দনা ও অঞ্জলি দানের পাশাপাশি ধর্মীয় সংগীতের মধ্য দিয়ে চলে দুর্গতিনাশিনী দেবীর আরাধনা।

এছাড়া দিনাজপুর, যশোরসহ দেশের বিভিন্নস্থানে উৎসবমুখর পরিবেশে পালিত হয় মহাষ্টমী।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT