বাংলাদেশ ব্যাংকের টাকা চুরির মতো ঘটনা যেন আর না হয়। তাই ডিজিটাল সুবিধার পাশাপাশি সাইবার নিরাপত্তায় জোর দিতে হবে। দুর্নীতি ও অনিয়ম বরদাস্ত করা হবে না। এ হুশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর কাকরাইলের অডিট ভবনে বুধবার (৩১ জানুয়ারি) সকালে সুপ্রিম অডিট ইনস্টিটিউশনের উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বিটিআরসির হিসেবে বাংলাদেশে ৮ কোটি লোক ইন্টারনেট ব্যবহার করে। জনগণের অর্থ সাশ্রয় ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় অডিট ও অ্যাকাউন্টস ডিপার্টমেন্টকে আরও দক্ষতা ও পেশাদারিত্বের সাথে কাজ করার আহবান জানান প্রধানমন্ত্রী।