আবহাওয়া সৃষ্ট দুর্যোগে ক্ষতিগ্রস্ত দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান ষষ্ঠ। গত ২০ বছরে বিশ্বের বিভিন্ন দেশে খরা, বন্যা, ঘূর্ণিঝড়ের মতো দুর্যোগে তুলনামূলক ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরে ‘গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইনডেক্স’ করেছে জার্মানির থিঙ্ক ট্যাঙ্ক জার্মানওয়াচ। প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি বিবেচনায় এই তালিকায় বাংলাদেশের অবস্থানের বিষয়টি উঠে এসেছে। জার্মানওয়াচের রিপোর্টে ১৯৯৬ থেকে ২০১৫ সালের মধ্যে বাংলাদেশে ১৮৫টি আবহাওয়া সৃষ্ট দুর্যোগের কথা বলা হয়েছে। এসব দুর্যোগের প্রতিটিতে গড়ে ৬৭৯ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। তাদের হিসাবে এসব ঘটনায় ১ লাখ ২৫ হাজারের বেশি মানুষের প্রাণ গেছে। এসব দুর্যোগে বাংলাদেশের আর্থিক ক্ষয়ক্ষতিরও একটি হিসাব দেওয়া হয়েছে। জার্মানওয়াচ বলছে, গত ২০ বছরে বাংলাদেশ তার মোট দেশজ উত্পাদন জিডিপির ০.৭৩২৪ শতাংশ হারিয়েছে শুধু প্রাকৃতিক দুর্যোগের কারণে। ঝড়, বন্যা ও তাপপ্রবাহের মতো আবহাওয়া সৃষ্ট দুর্যোগে বৈশ্বিকভাবে ক্ষয়ক্ষতির তথ্য তুলে ধরে প্রতি বছরই গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইনডেক্স প্রকাশ করা হয়। এশিয়ার ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে মিয়ানমার ও ফিলিপাইনের পরেই তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। আর বাংলাদেশের পর রয়েছে পাকিস্তান, ভিয়েতনাম ও থাইল্যান্ড। মধ্য আমেরিকার দেশ হন্ডুরাস আবহাওয়া জনিত দুর্যোগের দিক থেকে এক নম্বরে রয়েছে। এর পর রয়েছে মিয়ানমার, হাইতি ও নিকারাগুয়া। গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইনডেক্স-২০১৭-এর হিসাব অনুযায়ী গত ২০ বছরে পৃথিবীতে প্রায় ১১ হাজার আবহাওয়া সৃষ্ট দুর্যোগ হয়েছে, যা থেকে প্রাণ হারিয়েছেন ৫ লাখ ২৮ হাজারের বেশি মানুষ। এসব দুর্যোগে তিন ট্রিলিয়ন ডলারের বেশি আর্থিক ক্ষতি হয়েছে।