শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ৮ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
দেশের ছয় জেলায় গতকাল বজ্রপাতে ১১ জন নিহত
প্রকাশ: ১০:০৫ am ২০-০৬-২০১৭ হালনাগাদ: ১০:০৮ am ২০-০৬-২০১৭
 
 
 


দেশের ছয় জেলায় গতকাল বজ্রপাতে ১১ জন নিহত হয়েছে। এর মধ্যে ফরিদপুরেই মা ছেলেসহ পাঁচজন মারা গেছে। জয়পুরহাটে প্রাণ হারিয়েছে দুজন। এছাড়া কুষ্টিয়া, ঝালকাঠি, হবিগঞ্জ ও পটুয়াখালীতে একজন করে মারা গেছে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর : ফরিদপুর : গত রোববার বজ্রপাতে ফরিদপুর জেলায় পাঁচজন নিহতের রেশ কাটতে না কাটতেই গতকাল আবারও বজ্রপাতে পাঁচজন মারা গেছে। দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুর জেলার সালথা উপজেলার গট্রি ইউনিয়নের ভাবুকদিয়া গ্রামে বজ্রপাতে মারা যায় খবির মোল্যার মেয়ে হেলেনা বেগম (৩৫), হেলেনার ছেলে হেলাল (১০) ও একই গ্রামের রহমান খানের ছেলে মিলন খান (৪০)। হেলেনা বেগম বৃষ্টির সময় তার ছেলেকে নিয়ে রান্না ঘরে কাজ করছিলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মা-ছেলে মারা যায়। আর মিলন খান মাঠে কাজ শেষে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মারা যান। এছাড়া চরভদ্রাসন উপজেলার চরহরিরামপুরে মারা যান কাজল বিশ্বাস (৩৭) নামে এক শ্রমিক। তার বাড়ি কুষ্টিয়ায়। বৃষ্টির সময় কাজল বিশ্বাস মাঠে শ্রমিকের কাজ করছিলেন। দুপুরে বজ্রপাতে ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নের কবিরপুরের খেয়াঘাট এলাকায় ওমর ফারুক (৪৫) নামে এক কৃষি শ্রমিক মারা যান। তার বাড়ি নাটোর জেলায়। জয়পুরহাট : বজ্রপাতে জয়পুরহাট জেলায় দুজন নিহত ও ১০ জন আহত হয়েছে।  গতকাল ভোররাতে পাঁচবিবির দীপখণ্ডা গ্রামের গৃহবধূ রত্না বেগম ও শালাইপুর গ্রামে অজ্ঞাত এক পথচারীর বজ্রপাতে মৃত্যু হয়েছে। কুষ্টিয়া : কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ঠাকুরপাড়া গ্রামে বজ্রপাতে আপন দুই ভাইয়ের মধ্যে বাদশা (১৭) নিহত ও রাজা (১৫) আহত হয়েছে। জানা গেছে, এলাকার ঠাকুরপাড়া গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে বাদশা ও রাজা সকালে মাঠে ঘাস কাটতে গেলে সকাল ৯টার দিকে বৃষ্টি নেমে আসে এবং বজ্রপাত ঘটে। বজ্রপাতে ঘটনাস্থলে বাদশা মারা যায় এবং রাজা আহত হলে তাকে দ্রুত মহিষকুণ্ডির একটি ক্লিনিকে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কামুক্ত।   ঝালকাঠি : জেলার সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নে গতকাল বজ্রপাতে আকন (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। তিনি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের খাদৈখিরা গ্রামের গের আলীর ছেলে। বাড়ির পাশের জমিতে কৃষিকাজ করার সময় বজ্রপাতের কবলে পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন। হবিগঞ্জ : জেলার বানিয়াচংয়ের বুরুঙ্গির হাওরে গতকাল বজ্রপাতে আবু ইউসুফ (৩৮) নামে এক জেলে মারা গেছেন। তিনি উপজেলার কাগাপাশা ইউনিয়নের চমকপুর গ্রামের আবদুল ছমেদ মিয়ার পুত্র। আবু ইউসুফ  সকালে মাছ ধরতে বুরুঙ্গির হাওরে যান। ওই সময় বজ্রপাতে তিনি মারা যান। পটুয়াখালী : জেলার দুমকিতে বজ্রপাতে কাদের (৬০) নামে একজন নিহত হয়েছেন। গতকাল দুপুরে উপজেলার শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুকুরে গোসল করতে গেলে হঠাত্ বজ্রপাতে তার মৃত্যু হয়। কাদের  শ্রীরামপুর নিবাসী মৃত মজিদ গাজীর ছেলে এবং লেবুখালী মাদ্রাসার শিক্ষক।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT