ঝিনাইদহ জেলা সংবাদদাতাঃ
দেশের শিক্ষা বিষয়ক অনলাইন পোর্টাল শিক্ষক বাতায়নের সেরা ডিজিটাল কনটেন্ট নির্মাতা নির্বাচিত হয়েছেন ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলার পার-মথুরাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু ছালেহ মোঃ মুছা। সেরা কনটেন্ট নির্মাতা হওয়ায় কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে তাকে সম্বর্ধনা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই (ধ২র) আয়োজিত অনুষ্ঠানে তাকে সম্মাননা ক্রেস্ট, সার্টিফিকেট ও মূল্যবান সামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনেস্কোর বিশেষ দূত জনকিপার্ক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আসিফ-উজ-জামান, এটু আই প্রোগ্রাম পরিচালক কবির বিন আনোয়ার, এটুআইই-লার্নিং স্পেশালিষ্ট প্রফেসর ফারুক আহম্মেদ সহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা। উল্লেখ্য, শিক্ষকবাতায়ন প্রতি সপ্তাহে সারা দেশের শিক্ষকদের তৈরিকৃত কনটেন্ট পর্যালোচনা করে সেরা নির্বাচন করে থাকেন। এই ক্যাটাগরীতে ঝিনাইদহ জেলা থেকে এ বছর মাত্র একজন শিক্ষক এই সম্মাননা পেলেন। আবুছালেহ ঝিনাইদহ জেলার ওঈঞ৪ঊ এ্যাম্বেসেডর, আইসিটি মাস্টার ট্রেইনার, মাল্টি মিডিয়া ক্লাস রুম বাস্তবায়নে শ্রেষ্ঠ পুরষ্কার প্রাপ্ত। এছাড়া তিনি জেলা কম্পিউটার শিক্ষক সমিতির সভাপতির দায়িত্ব পালন করে সরকারের ডিজিটাল কার্যক্রমে সক্রিয় রয়েছেন।