শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে ফেরি ও পাটুরিয়া-দৌলাদিয়া নৌ রুটে লঞ্চ চলাচল শুরু রয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) সকাল সাড়ে ৮টায় লঞ্চ চলাচল শুরু হয়। ২১ ঘণ্টা এ রুটে নৌযান চলাচল বন্ধ ছিল। দুই নৌরুটে পারপারের অপেক্ষায় থাকা য়াত্রীদের ৩৩টি লঞ্চ দিয়ে পারাপার করা হয়। এর বআগে বৈরি আবহাওয়ার কারণে পদ্মা নদীতে প্রচণ্ড ঢেউ থাকার কারণে সোমবার (২৪ জুলাই) সকাল থেকে বন্ধ রাখা হয়েছে।শিমুলিয়া ফেরিঘাট শাখার ঘাট সহ ব্যবস্থাপক শেখর চন্দ্র রায় জানান, বৈরি আবহাওয়ার কারণে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যাওয়ায় দুর্ঘটনার আশঙ্কায় এই রুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ বলেছে, পদ্মার ঢেউ কমে আসলে আবার চালু করা হবে ফেরি ও লঞ্চ।