এস এম জামাল, কুষ্টিয়া : দৌলতপুরে প্রতিবন্ধী অটিজম বিদ্যালয়ে নতুন বই বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন দৌলতপুর উপজেলা সমাজসেবা অফিসার ছানোয়ার হোসেন। এসময় তিনি বলেন, প্রতিবন্ধীরা আমাদের সমাজের বোঝা নয়, তারা আমাদের সম্পদ ও অহংকার। তাদের অবহেলা নয় বরং সহায়তা করতে হবে। অটিস্টিক ও প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি সমাজের ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করতে হবে। অটিজম বিষয়ে এবং প্রতিবন্ধীদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং পরিবার ও সমাজের দৃষ্টিভঙ্গী বদলাতে হবে। একটি বৈষম্যহীন একীভূত সমাজ তৈরির লক্ষ্যে উন্নয়নের মূলস্রোতধারায় সকলকে সম্পৃক্তকরণের মাধ্যমে আমরা একটি সুন্দর, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারি। দৌলতপুর প্রতিবন্ধী অটিজম বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান শিক্ষক আবু সালেহ মজনুল কবীর পান্নাসহ শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য প্রতিবন্ধী এই বিদ্যালয়ে দুইশতাধিক শিক্ষার্থীদের লেখাপড়ার সুযোগ করে তৈরী করা হয়েছে। সদস্য সমাপনী পরীক্ষায় প্রথমবারের মতো দুই শিক্ষার্থী অংশগ্রহণ করে কৃতিত্বের সাথে পাশ করেছে।