বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ৭ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
দৌলতপুরে প্রতিবন্ধী অটিজম বিদ্যালয়ে নতুন বই বিতরণ
প্রকাশ: ১১:১৯ am ০২-০১-২০১৮ হালনাগাদ: ১১:২৪ am ০২-০১-২০১৮
 
 
 


এস এম জামাল, কুষ্টিয়া  : দৌলতপুরে প্রতিবন্ধী অটিজম বিদ্যালয়ে নতুন বই বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন দৌলতপুর উপজেলা সমাজসেবা অফিসার ছানোয়ার হোসেন। এসময় তিনি বলেন, প্রতিবন্ধীরা আমাদের সমাজের বোঝা নয়, তারা আমাদের সম্পদ ও অহংকার। তাদের অবহেলা নয় বরং সহায়তা করতে হবে। অটিস্টিক ও প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি সমাজের ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করতে হবে। অটিজম বিষয়ে এবং প্রতিবন্ধীদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং পরিবার ও সমাজের দৃষ্টিভঙ্গী বদলাতে হবে। একটি বৈষম্যহীন একীভূত সমাজ তৈরির লক্ষ্যে উন্নয়নের মূলস্রোতধারায় সকলকে সম্পৃক্তকরণের মাধ্যমে আমরা একটি সুন্দর, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারি। দৌলতপুর প্রতিবন্ধী অটিজম বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান শিক্ষক আবু সালেহ মজনুল কবীর পান্নাসহ শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য প্রতিবন্ধী এই বিদ্যালয়ে দুইশতাধিক শিক্ষার্থীদের লেখাপড়ার সুযোগ করে তৈরী করা হয়েছে। সদস্য সমাপনী পরীক্ষায় প্রথমবারের মতো দুই শিক্ষার্থী অংশগ্রহণ করে কৃতিত্বের সাথে পাশ করেছে।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT