টঙ্গীর তুরাগ পাড়ে তাবলীগ-জামাত আয়োজিত বিশ্ব ইজতেমার প্রথম ধাপের দ্বিতীয় দিন বয়ান শুনে সময় পার করছে মুসল্লিরা। বিশ্ব ইজতেমার ময়দানে ধর্মপ্রাণ মুসল্লিরা পাঁচ ওয়াক্ত নামাজ ও ধ্যানমগ্ন সহকারে তাবলীগ জামাতের শীর্ষস্থানীয় মওলানাদের বয়ান শুনছেন।
শনিবার (১৪ জানুয়ারি) দেশের ১৭টি জেলার কয়েক লাখ মুসল্লিসহ বিদেশি কয়েক হাজার মুসল্লিরা বিশ্ব ইজতেমার প্রথম ধাপে অংশ নিয়েছে।
তিনদিনের জামাতে আসা ইজতেমা ময়দানে মুসল্লিদের মধ্যে কেউ তজবি গুনছে, জিকির করছে, কেউ বয়ান শুনছে। কেউ রান্নার কাজ করছে। সবাই ব্যস্ত আমল নিয়ে।
বাদ ফজর থেকে সারাদিন মুসল্লিরা ইসলামের ওপর বিভিন্ন দিক নির্দেশনামূলক বয়ান শুনবেন। তাবলীগ জামাতের শীর্ষ আলেমদের উর্দু বয়ান তাৎক্ষনিক বাংলা, ইংরেজি ও অন্যান্য ভাষায় অনুবাদ করে শোনান তাবলীগ জামাতের শীর্ষ পর্যায়ের আলেমরা। বয়ানে বিশ্বব্যাপী ইসলাম প্রচার, দুনিয়া এবং আখেরাতের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।
বিশ্ব ইজতেমার মুরুব্বী গিয়াস উদ্দিন জানান, রোববার (১৫ জানুয়ারি) লাখ লাখ মুসল্লির অংশগ্রহণের আখেরী মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম ধাপ। শুক্রবার (২০ জানুয়ারি) ফের শুরু হবে দ্বিতীয় ধাপ। আখেরী মোনাজাতের মধ্যে দিয়ে রোববার (২২ জানুয়ারি) শেষ হবে ২০১৭ সালের বিশ্ব ইজতেমা।