প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে একান্ত বৈঠক করেছেন তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম। এরপর, দু’দেশের কর্মকর্তাদের সাথে নিয়ে দ্বিপাক্ষিক বৈঠকে বসেছেন দুই প্রধানমন্ত্রী।
বিকাল ৩টার পর প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান তুর্কী প্রধানমন্ত্রী বিনাল ইলদিরিম। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে একান্ত বৈঠক করেন। দুই নেতার এই বৈঠক প্রায় ৩০ মিনিট স্থায়ী হয়। এরপর বৈঠকে বসেন দু’দেশের কর্মকর্তারা। নিজ নিজ দেশকে নেতৃত্ব দেন দুই প্রধানমন্ত্রী। এই বৈঠকে রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কথা। দু’দেশের মধ্যে কয়েকটি চুক্তি স্বাক্ষরেরও কথা রয়েছে।
গতরাতে ঢাকায় পৌঁছানো তুর্কী প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে তিন দিনের বাংলাদেশ সফর শুরু করেন। ১০টার দিকে সাভার স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। পরে শহীদদের জন্য রাখা বইয়ে স্বাক্ষর করেন। স্মৃতিসৌধ প্রাঙ্গনে একটি গাছের চারা রোপণ করেন তুর্কী প্রধানমন্ত্রী।