দক্ষিণ সুদানে সরকারি বাহিনী এবং বিদ্রোহীদের মধ্যকার সংঘর্ষে একজন ফ্রিল্যান্স মার্কিন সাংবাদিকসহ কমপক্ষে ১৯ জন নিহত হয়েছে। দেশটির দক্ষিণে শনিবার (২৬ আগস্ট) এ সংঘর্ষ সংগঠিত হয়েছে বলে নিশ্চিত করেছে বিদ্রোহী নেতারা এবং সামরিক কর্তৃপক্ষ। নিহত মার্কিন সাংবাদিকের নাম ক্রিস্টোফার অ্যালেন। তিনি আল-জাজিরাসহ বিভিন্ন সংবাদসংস্থায় কাজ করেছেন। শনিবার ইয়েই রিভার স্টেটের কায়া শহরে দুইপক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষে তিনি নিহত হন। দক্ষিণ সুদানের সামরিক কর্তৃপক্ষের একজন মুখপাত্র জানান, ঘটনাস্থল থেকে একজন শেতাঙ্গসহ ১৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তিনি আরো জানান, এ সংঘর্ষে তিনজন সরকারি সেনাও নিহত হয়েছে। বিদ্রোহীরা ওই শেতাঙ্গ নাগরিককে অ্যালেন বলে শনাক্ত করেছে। তারা জানায়, গত সপ্তাহে আরো দুইজন সাংবাদিকসহ অ্যালেন সেখানে গিয়েছিলো। সূত্র: আল-জাজিরা