যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় অবস্থিত নওয়াপাড়া জুট মিলের একটি পাট গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার (০১ নভেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। দমকল বাহিনীর কর্মীদের চেষ্টার ফলে এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসলেও গুদামে রাখা পাটের বেশির ভাগ পুড়ে গেছে বলে জানা গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের যশোর, খুলনা, মনিরামপুর ও নওয়াপাড়া স্টেশনের মোট সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। এক ঘণ্টা চেষ্টার পর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
মিলের সহকারী জেনারেল ম্যানেজার বায়জিদ আহম্মেদ জানান, আগুনে মিলের ৯নং গুদামের মালামাল পুড়ে ছাই হয়েছে গেছে। মাগরিবের আযানের পর মিলের গুদামে আগুন দেখা যায়। যশোর জেলা ফায়ার ব্রিগেডের সহকারী পরিচালক আব্দুল ওয়াদুদ জানান, মিলের ৯ নম্বর গুদামে পাট ভর্তি ছিল। এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি।