চট্টগ্রাম নগরীর দুই নম্বর গেটে বাসচাপায় এক স্কুলছাত্রী নিহত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় জানা যায়নি। বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুর দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী জানান, বহদ্দারহাট থেকে ১০ নম্বর রুটের একটি বাস দুই নম্বর গেটে আসে। বাসটিকে থামার জন্য সিগন্যাল দেয় পুলিশ। সিগন্যাল না মেনে বেপরোয়া গতিতে চালানোর সময় রাস্তার পাশে দাঁড়ানো ওই স্কুলছাত্রীকে চাপা দেয় বাসটি। এতে ওই স্কুলছাত্রী মাথায় প্রচন্ড আঘাত পায়। অত্যন্ত মর্মান্তিকভাবে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বলেন, মেয়েটি নগরীল একটি স্কুলের নবম শ্রেণির ছাত্রী। হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছিল সে।
চাপা দেওয়া বাস ও চালককে আটক করা হয়েছে।