আবহমান বাংলার সংস্কৃতি থেকে দূরে থাকা শিশুসহ সবার কাছে বাংলার লোকজ সংস্কৃতি নতুন করে সামনে আনতেই প্রতিবারের মত এবারও শুরু হচ্ছে নবান্ন উৎসব-১৪২৪। ঢাকার ধানমণ্ডীর রবীন্দ্র সরোবরে ১৬ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ৩ দিন ব্যাপী এ উৎসব চলবে।
অনুষ্ঠানটির স্পসার করেছেন ‘প্রাণ চিনিগুঁড়া চাল’ মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। নবান্ন উৎসব পুথিপাঠ, গাজীর কিসসা, পালা গান, পুতুল নাচ, বায়োস্কপ, নাগরদোলা, পালকি, লাঠি খেলা ও বানর নাচে ভরপুর থাকবে। থাকবে ঢেঁকি, কুলা, মাথাল, জাঁতাকলসহ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নানা প্রদর্শনী। এছাড়াও আয়োজনে ৩০টি বাহারি পিঠার স্টল থাকবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত এ আয়োজন থাকবে সবার জন্য উন্মুক্ত থাকবে।