রাজধানীর ধানমণ্ডির আনাম র্যাংগস প্লাজায় আগুন লেগেছে। আজ রবিবার বিকেল চারটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।
ধানমণ্ডি ৬/এ সড়কের ছয় তলা এই বিপণি বিতানটির চতুর্থতলায় আগুনের সূত্রপাত ঘটে বলে অগ্নি নির্বাপক বাহিনী জানিয়েছে।
বাহিনীর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে কর্তব্যরত কর্মকর্তা জানান, একটি অফিস কক্ষে আগুন লেগেছে। এটি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অফিস কক্ষ।
দমকল বাহিনী আগুন নেভাবে কাজ করছে বলে জানান তিনি।