রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫ ৬ই মাঘ ১৪৩১
Smoking
 
নরসিংদীতে বিদ্যুৎস্পৃষ্টে ৬ জনের মৃত্যু
প্রকাশ: ১২:০০ am ০৭-০৯-২০১৭ হালনাগাদ: ১০:৪৭ am ০৭-০৯-২০১৭
 
 
 


নরসিংদীর রায়পুরায় একটি ফিলিং স্টেশনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে।

বুধবার বিকেল পৌনে ৫টার দিকে রায়পুরা উপজেলার নারায়ণপুরে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে লাল মিয়া ফিলিং স্টেশনে এই দুর্ঘটনা ঘটে। রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওই ফিলিং স্টেশনের মধ্যে একটি গাড়ির গ্যারেজ ভাঙতে যান শ্রমিকরা। এ সময় লোহার মই দিয়ে উপরে উঠতে গেলে মইটি বিদ্যুতের তারে জড়িয়ে যায়। এতে ঘটনাস্থলেই পাঁচ শ্রমিক মারা যান। আহত একজনকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

নিহতরা হলেন- বরকত হোসেন, আবু ফজল, হাকিম মিয়া, আউয়াল, কাউসার ও জাকরিয়া। খবর পেয়ে রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।   

 

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT