রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫ ৬ই মাঘ ১৪৩১
Smoking
 
নরসিংদীর সন্দেহভাজন জঙ্গি আস্তানা থেকে ৫ জনের আত্মসমর্পণ
প্রকাশ: ১১:২২ am ২১-০৫-২০১৭ হালনাগাদ: ১১:২৮ am ২১-০৫-২০১৭
 
 
 


নরসিংদীর চিশিনপুর ইউনিয়নের গাবতলিতে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়ি থেকে তাদের আত্মীয়-স্বজনদের মাধ্যমে পাঁচজনকে বের করে এনেছে র‌্যাব। তবে তাদের দাবি তারা কেউ জঙ্গিবাদের সঙ্গে জড়িত নয়।

ওই বাড়ি থেকে বের করে আনা পাঁচজন হলেন- আবু জাফর, সালাউদ্দিন, বাসিকুর ইসলাম, মাসুদুর রহমান ও মশিউর রহমান। তারা র‌্যাবের হেফাজতে রয়েছেন।

তবে এদের মধ্যে মাসুদুর রহমানের ভগ্নিপতি আজহার ইবনে মাহফুজ নিজেকে নারায়ণগঞ্জের একটি মাদ্রাসার শিক্ষক পরিচয় দিয়ে শনিবার রাতেই দাবি করেছিলেন, বাড়ির ভেতরে আটকে পড়া তার শ্যালক মাসুদুর রহমান গাবতলি জামেয়া কাসেমিয়া মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র। মাসুদুর গতকাল শনিবার বিকেলে ওই বাড়িতে আবু জাফর নামে একজনের কাছে ইংরেজি বিষয়ে প্রাইভেট পড়তে গিয়েছিল। জাফর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র।

গতকাল শনিবার আজহার ইবনে মাহফুজ ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের সামনেই তার শ্যালক মাসুদুরের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন। ওই সময় ভেতর থেকে মাসুদুর তাকে জানান, ভেতরে তার শিক্ষক আবু জাফরসহ আরো চারজন রয়েছেন। ফোনে মাসুদুর জানায় সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান বিভাগের ছাত্র সালাউদ্দিন, নরসিংদী সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র মশিউর রহমান, মাস্টার্সের ছাত্র বাসিকুর ইসলাম রয়েছেন। তার দাবি, তারা কেউ জঙ্গি নন। তাদের কাছে আগ্নেয়াস্ত্র বা বোমা নেই। সবাই আত্মসমর্পণ করতে প্রস্তুত।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT