প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দফতর সাউথ ব্লকের রাইসিনা হিলসে মঙ্গলবার (১৭ অক্টোবর) ধোঁয়া বেড়াতে দেখা যায়। সাথে সাথে আগুনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রধানমন্ত্রীর দফতরের ২৪২ নম্বর ঘর থেকে ধোঁয়া বেড়াতে দেখা যায়। সাথে সাথেই দমকল বাহিনীকে খবর দেয়া হয়। খবর পাওয়া মাত্র ঘটনা স্থলে পৌঁছে যায় ১০টি দমকল ইউনিট।
পরবর্তীতে দমকল বাহিনীর তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। দমকল দফতরের ডিভিশান অফিসার গুরমুখ সিং জানিয়েছেন, ২০ মিনিটের মধ্যে আগুন নিভিয়ে ফেলা হয়। এসির শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছিল বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: কলকাতা ২৪X৭