নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে মঙ্গলবার (১৫ আগস্ট) তিন নারী জঙ্গির আত্মঘাতী হামলায় কমপক্ষে ২৭ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা। বোকো হারামের শক্ত ঘাঁটি মাইদুগুরির নিকটে বোর্নো স্টেটের একটি শরণার্থী শিবিরের বাহিরে তিন নারী জঙ্গির আত্মঘাতী বিস্ফোরণে আরো অনেক আহত হয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে সেখানে সহিংসতার মাত্রা কয়েক গুণ বেড়েছে। ২০০৯ সালে নাইজেরিয়া সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসলামিক জঙ্গি গোষ্ঠী বোকো হারাম। গত সপ্তাহে প্রকাশিত মার্কিন সন্ত্রাসবিরোধী গবেষকদের এক প্রতিবেদনে দেখা যায়, সহিংসতার ইতিহাসে বোকো হারামেরই জঙ্গি কার্যক্রমে পুরুষের চেয়ে নারী আত্মঘাতী হামলাকারীর সংখ্যা বেশি। গত বছর নাইজেরিয়ার সরকার দাবি করেছিলো তারা বোকো হারামকে দমন করেছে। তবে স্থানীয় প্রতিবেদকরা জানিয়েছে, নাইজেরিয়ার সেনাবাহিনী হামলা বন্ধ করতে ব্যর্থ হয়েছে এবং এর ফলে স্থানীয় অধিবাসীরা তাদের ঘরবাড়ি ছেড়ে শরণার্থী শিবিরে ভিড় জমাচ্ছে। সূত্র: বিবিসি