শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ৮ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
নাইজেরিয়ায় জঙ্গি গোষ্ঠির সশস্ত্র হামলায় অন্তত ৩১ জেলে নিহত
প্রকাশ: ০১:০২ pm ০৮-০৮-২০১৭ হালনাগাদ: ০১:০৪ pm ০৮-০৮-২০১৭
 
 
 


নাইজেরিয়ায় জঙ্গি গোষ্ঠির সশস্ত্র হামলায় অন্তত ৩১ জেলে নিহত হয়েছে। সোমবার (০৭ আগস্ট) রাতে দেশটির উত্তর-পূর্বাঞ্চলের লেক চাদ দ্বীপে দুটি পৃথকজঙ্গি গোষ্ঠি বোকো হারাম এ হামলা চালায়। এ তথ্য জানিয়েছে দ্বীপটির স্থানীয় জেলে ও পাহারাদাররা। দুগুরি ও দাবার ওয়ানজাম দ্বীপের মিঠাপানির খালে জেলেরা যখন মাছ ধরছিল তখন জিহাদিরা তাদের গুলি করে ও কুপিয়ে নির্মমভাবে হত্যা করে। এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় মিলিশিয়া বাহিনীর সদস্য বাবাকুরা কোলো। তিনি জানান, তারা (বোকো হারাম) দুগুরিতে ১৪ জন এবং দাবার ওয়ানজামে আরো ১৭ জনকে হত্যা করেছে। জেলেদের দাবি, বোকো হারাম জিহাদিরা প্রথমে দুগুরি দ্বীপে হামলা চালিয়ে ১২ জেলেকে হত্যা ও আরো দুইজনকে জখম করে। পরে তারা মারা যায়। দাবার ওয়ানজামে তারা ১৭ জনকে হত্যা করে। নাইজেরিয়ার সামরিক কর্তৃপক্ষ মিঠা পানির লেকটিতে দ্ইু বছর ধরে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করে। এক সপ্তাহ আগে নিষেধাজ্ঞাটি তুলে নেয়া হয়। নাইজেরিয়া, নাইজার, ক্যামেরুন ও শাদের মধ্য দিয়ে এ লেক বয়ে গেছে।

সূত্র: এএফপি

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT