শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
নারায়ণগঞ্জে বন্দুকযুদ্ধে নিহত ১
প্রকাশ: ১০:০৪ am ২৮-১২-২০১৭ হালনাগাদ: ১০:০৮ am ২৮-১২-২০১৭
 
 
 


নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছে; আটক হয়েছে দুইজন।

জেলা গোয়েন্দা পুলিশের এসআই মফিজুল ইসলাম জানান, বৃহস্পতিবার ভোরে কাঞ্চন সেতু এলাকায় মদনপুর-ভুলতা-জয়দেবপুর সড়কে ডাকাতি চেষ্টার সময় গোলাগুলির এ ঘটনা ঘটে।

নিহত রিয়াদ হাসান শরীফ উপজেলার মাঝিপাড়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে।

এসআই মফিজুল বলেন, সম্প্রতি রূপগঞ্জের কয়েকটি সড়কে মালবাহী পরিবহনে ডাকাতি বাড়ায় পুলিশ টহল জোরদার করে।

“মালবাহী একটি পরিবহনে আট-দশজনের একটি দল ডাকাতির চেষ্টা করছিল। তারা পুলিশ দেখে গুলি ছোড়ে। পুলিশ পাল্টা গুলি করলে ডাকাত সরদার রিয়াদ ঘটনাস্থলেই মারা যান।”

ঘটনাস্থল থেকে আলামিন ও আনিস নামে দুইজনকে আটক করা হয়েছে জানিয়ে এসআই মফিজুল বলেন, এ অভিযানে চারটি গুলিসহ একটি বিদেশি পিস্তল, একটি চাপাতি ও একটি ছোরা উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় দুই পুলিশ সদস্যও আহত হয়েছেন। তাদের নারায়ণগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান মফিজুল।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT