নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নারীসহ দুইজন নিহত ও আরো ২০ জন আহত হয়েছে।
আহতদের মধ্যে পাঁচজনকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার রাত ১০টার দিকে উপজেলার মল্লিকেরপাড় এলাকায় দুর্ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম আলী সরদার জানান, ঢাকা থেকে কুমিল্লার কোম্পানীগঞ্জমুখী তিশা পরিবহণের যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব ১৪-৫৩১৪) নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে একজন নারী ও একজন পুরুষ মারা যায়। গুরুতর আহত পাঁচজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত কারো পরিচয় পাওয়া যায়নি।
তিনি জানান, ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারসহ দুর্ঘটনাকবলিত বাস উদ্ধারের চেষ্টা চলছে।
আহত যাত্রী মোশারফ হোসেন বলেন, বাসটি দ্রুতগতিতে চলছিল। চালককে বার বার নিষেধ করার পরও তিনি বেপরোয়া গতিতে চালিয়ে যাচ্ছিলেন। একটি গাড়িকে সাইড নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সেটি খাদে পড়ে যায়।