কিংবদন্তি নায়করাজ রাজ্জাক নেই। তার এই শূন্যতার দিনে তাকে স্মরণ করছে কাছের মানুষেরা। দীর্ঘদিনের ভালোবাসা আর প্রিয় কাজের জায়গা এফডিসিতে নায়করাজ রাজ্জাকস্মরণ অনুষ্ঠানের আয়োজন করেছে চলচ্চিত্র পরিবার। আর এইদিনে চাপা ক্ষোভ যেন কান্না হয়ে ঝরে পড়লো নায়করাজের বড় ছেলে বাপ্পারাজের কণ্ঠে!
গেল ২১ আগস্ট সবাইকে কাঁদিয়ে চলে গেলেন চিত্রনায়করাজ রাজ্জাক। তাকে স্মরণ করে এফডিসিতে শনিবার (২৬ আগস্ট) শোকসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ চলচ্চিত্র পরিবার। এমন পবিত্র দিনেও বাবার শূন্যতা সয়ে যাওয়ার পাশাপাশি বর্তমান সংকটাপন্ন চলচ্চিত্র নিয়ে চাপা ক্ষোভও দেখা গেলো চিত্রনায়ক বাপ্পারাজের মধ্যে। বাবার স্মরণ সভায় এসে তাই নিজের ভেতর চাপা ক্ষোভের কথাও বললেন।
বেলা এগারোটা থেকে এফডিসিতে শুরু হয়েছে চিত্রনায়ক রাজ্জাক স্মরণসভা। অনুষ্ঠানে উপস্থিত আছেন চিত্রনায়ক ফারুক, আলমগীর, সোহেল রানাসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট অসংখ্য অভিনেতা অভিনেত্রী ও নির্মাতা। আর এই অনুষ্ঠানে এসেই নিজের বাবাকে স্মরণ করার পাশাপাশি চাপা ক্ষোভ বের হয়ে এলো বাপ্পারাজের বক্তব্য থেকে।
বর্তমান সংকটের দিকে আঙুল তুলে বাপ্পারাজ বলেন, আর এফডিসিতে আসবো না, যদি আপনারা সকল নিষেধাজ্ঞা, মামলা তুলে না নেন। হয়তো এটাই হবে আপনাদের সঙ্গে শেষ দেখা। আমিও হয়তো ভুল করে অনেক কথা বলেছি। আমাকে ক্ষমা করে দেবেন। আমি ভুল করেছি এজন্য নোটিশ পাঠানোর দরকার নেই, শাকিব ভুল করেছে এজন্য বয়কট করার দরকার কি? শাকিবকে ডাকলে শাকিব আসবে না কেন?
প্রসঙ্গত, চলচ্চিত্র পরিবার মাঝখানে শাকিবকে কয়েক দফায় বয়কট ও নিষিদ্ধ করলে তার প্রতিবাদ জানিয়েছিলেন চিত্রনায়ক বাপ্পারাজ। সেসময় চলচ্চিত্র পরিচালক সমিতি বাপ্পারাজকেও বহিষ্কারের কথা বলেছিলো। শুধু তাই না, তার চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্যপদ বাতিল করে দেয়ারও হুমকি দেয়া হয়েছিলো। যাতে কষ্ট পেয়েছিলেন কিংবদন্তি নায়করাজ রাজ্জাকও।