শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার ঝিলে
প্রকাশ: ০৪:৪১ pm ১৮-০৪-২০১৮ হালনাগাদ: ০৪:৪৫ pm ১৮-০৪-২০১৮
 
 
 


রাজধানীর খিলক্ষেতে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ঝিলে পড়ে গেছে।

খিলক্ষেত থানার এসআই মো. ইউসুফ জানান, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে কুড়িল ফ্লাইওভার নিচে এ ঘটনা ঘটে।

ফ্লাইওভারের নিচে জোড়া সেতুর কাছে ইউ টার্ন নেওয়ার সময় প্রাইভেটকারটি ঝিলের পানিতে পড়ে যায়।

“ওই গাড়ির চালক মো. মাসুম গাড়িতে একাই ছিলেন। গাড়ি পানিতে পড়ার পর তিনি বের হয়ে আসেন।”

 

মাসুম পায়ে সামান্য আঘাত পেয়েছেন এবং তাকে কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান ইউসুফ।

পুলিশকে মাসুম বলেছেন, গাড়ির মালিক নিজাম উদ্দিনের বাসা উত্তরায়। তিনি সেখানে যাওয়ার পথেই দুর্ঘটনায় পড়েন।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মো. আতাউর রহমান জানান, বেলা সাড়ে ১২টার দিকে পুলিশের রেকার দিয়ে তারা প্রাইভেটকারটি ঝিল থেকে উদ্ধার করেছেন।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT