শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
নোয়াখালীর ৪ জনের রায় যে কোনো দিন
প্রকাশ: ০৩:১৪ pm ০৬-০২-২০১৮ হালনাগাদ: ০৩:২৪ pm ০৬-০২-২০১৮
 
 
 


মানবতাবিরোধী অপরাধের মামলায় নোয়াখালীর সুধারাম পুরের আমির আহম্মেদসহ ৪ জনের বিরুদ্ধে যেকোন দিন রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মঙ্গলবার বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ উভয়পক্ষের শুনানি শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষামাণ রাখেন। ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর জাহিদ ইমাম সাবিনা ইয়াসমিন মুন্নী।

মামলার অপর তিন আসামি হলেন-আব্দুল কুদ্দুস, মো. জয়নাল আবদীন ও আবুল কালাম(পলাতক)।এর আগে গত বছরের ৭ আগস্ট এই চারজনের বিরুদ্ধে সূচনা বক্তব্য উপস্থাপন শেষ করেন রাষ্ট্রপক্ষ। গত ২০ জুন তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল।

গ্রেপ্তারি পরোয়ানা জারির পরই চারজনের মধ্যে আমির আহম্মেদসহ, মো. জয়নাল আবদিন ও আব্দুল কুদ্দুসকে গ্রেপ্তার করে নোয়াখালী পুলিশ।

২০১৪ সালের ১৬ নভেম্বর আসামিদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়ে গত বছরের ৩০ আগস্ট শেষ হয়। গত বছরের ৩১ আগস্ট তদন্তের চূড়ান্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে হস্তান্তর করেন তদন্ত সংস্থা। এ ভিত্তিতে আনুষ্ঠানিক অভিযোগ তৈরি করা হয়েছে। আনুষ্ঠানিক অভিযোগে আসামিদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ চলাকালে নোয়াখালীর সুধারামে ১১১ জনকে হত্যা, গণহত্যার ৩টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT