শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
পিকেএসএফ "উন্নয়ন মেলা -২০১৭"
পঞ্চম দিনের সাংস্কৃতিক সন্ধ্যায় ছিল দর্শকশ্রোতাদের উপচে পড়া ভিড়
প্রকাশ: ১২:১৭ pm ০৩-১১-২০১৭ হালনাগাদ: ১২:৩০ pm ০৩-১১-২০১৭
 
 
 


বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত পিকেএসএফ "উন্নয়ন মেলা -২০১৭" এর একটি বড় আকর্ষণ প্রতিদিনের সাংস্কৃতিক সন্ধ্যা। শিল্পীদের বৈচিত্র্যময় পরিবেশনা উপভোগ করতে সেখানে দর্শকশ্রোতাদের উপচে পড়া ভিড়। পিকেএসএফ এর বিভিন্ন সহযোগী সংস্থা দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাদের নিজ নিজ সাংস্কৃতিক দল নিয়ে হাজির হয়েছে ঢাকায়। মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানে তারা তাদের ভিন্নধর্মী  পরিবেশনার মাধ্যমে দেশজ সংস্কৃতিতে তুলে ধরছে সবার সামনে।

উন্নয়ন মেলা ২০১৭ এর পঞ্চম দিনের সাংস্কৃতিক সন্ধ্যা শুরু হয় গারো-হাজং নৃ-গোষ্ঠীদের দলীয় নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে। সহযোগী সংস্থা ডিএসকে আয়োজিত এই পরিবেশনা মুগ্ধ করেছে দর্শককে। অনুষ্ঠানের পরর্বী পরিবেশনা ছিল সমৃদ্ধি বিষয়ক পটগান। হীড বাংলাদেশের সাংস্কৃতিক দল পরিবেশন করে এই পটগান।

সহযোগী সংস্থা দিশা, কুষ্টিয়ার আয়োজিত লালনগীতি ছিল অনুষ্ঠানের সর্বশেষ পরিবেশনা।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT