শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ৯ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
পিকেএসএফ উন্নয়ন মেলা ২০১৭
প্রতিটি সন্ধ্যা সাজছে প্রতিটি নতুন রুপে চতুর্থ দিনেও
প্রকাশ: ০৪:৪৪ pm ০২-১১-২০১৭ হালনাগাদ: ০৪:৪৫ pm ০২-১১-২০১৭
 
 
 


পিকেএসএফ উন্নয়ন মেলা ২০১৭ এর প্রতিটি সন্ধ্যা সাজছে প্রতিটি নতুন রুপে। সাংস্কৃতিক নানান বৈচিত্র, নানান কন্ঠ, নানান রুপ  প্রতি সন্ধ্যাকে করে তুলেছে বর্ণিল ও উপভোগ্য। সন্ধ্যার এ বিনোদন ছাড়া যেন মেলা শব্দটি তার পূর্ণতা পায় না। এই সাংস্কৃতিক  অনুষ্ঠানে যেমন থাকে মনের খোরাক , তেমনি হয় চিত্তের বিকাশ। উন্নয়ন মেলায় চতুর্থ দিনেও এর ব্যতিক্রম ঘটেনি।

উন্নয়ন মেলার  চতুর্থ সন্ধ্যায়  পিকেএসএফ এর সহযোগী সংস্থা সোশাল আপলিফমেন্ট সোসাইটি (সাস)  এর সাংস্কৃতিক দল পরিবেশন করে বেদে সম্প্রদায়ের নাটক। মনোমুগ্ধকর এই পরিবেশনায় মাধ্যমে বেদে সম্প্রদায়ের একটি প্রতিচ্ছবি ভেসে ওঠে। এর পরের পরিবেশনা ছিলো ঐতিহ্যবাহী গম্ভীরা। পরিবেশনায় ছিলেন পিকেএসএফ এর সহযোগী সংস্থা প্রয়াস মানবিক উন্নয়ন কেন্দ্রের শিল্পীবৃন্দ। 

অনুষ্ঠানের সর্বশেষ আকর্ষণ ছিল প্রখ্যাত কন্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাসের একক সঙ্গীতানুষ্ঠান। তার কন্ঠে যেন প্রতিধবনিত হয় সাধারণ মানুষের মনের কথাগুলো।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT