শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ৯ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
পিকেএসএফ-এর " উন্নয়ন মেলা-২০১৭" আজ শুরু
প্রকাশ: ১২:৫৬ pm ২৯-১০-২০১৭ হালনাগাদ: ০১:২২ pm ২৯-১০-২০১৭
 
 
 


পিকেএসএফ-এর বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণকারীদের উৎপাদিত পণ্য প্রদর্শনী ও বাজার সম্প্রসারণের লক্ষ্যে ২০১৭ সালের ২৯ অক্টোবর থেকে ০৩ নভেম্বর তারিখ পর্যন্ত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, আগারগাঁও, ঢাকায় ৬ দিনব্যাপী "উন্নয়ন মেলা-২০১৭" আজ শুরু হয়েছে।

পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) উন্নয়ন মেলা শুরু হয়েছে। রোববার (২৯ অক্টোবর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ মেলা উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ মেলা চলবে ঢাকায় ৬ দিন।

দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, গবেষণা ইনস্টিটিউট, আইটি প্রতিষ্ঠান, সেবামূলক প্রতিষ্ঠানসহ ৯০টি প্রতিষ্ঠানের ১৩৩টি স্টল এ মেলায় স্থান পাবে। অংশ নেবে কিছু বিদেশী প্রতিষ্ঠানও ।

মেলা সর্ব সাধারণের জন্য উন্মুক্ত। মেলায় পিকেএসএফ এর সহযোগী সংস্থার সদস্য কর্তৃক তৈরিকৃত আকর্ষণীয় দ্রব্যাদি সুলভ মূল্যে ক্রয় করা যাবে। মেলা চলাকালীন প্রতিদিন সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। যেখানে দেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পীগণ গান ও নৃত্য পরিবেশন করবেন। 

 

 

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT