রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫ ৬ই মাঘ ১৪৩১
Smoking
 
পল্লবীতে গ্যাস লাইন লিকেজে আগুন - মা-মেয়ে দগ্ধ
প্রকাশ: ১২:০০ pm ১৮-০৬-২০১৭ হালনাগাদ: ০২:১৮ pm ১৮-০৬-২০১৭
 
 
 


রাজধানীর পল্লবীতে একটি বাসায় গ্যাসের লাইন লিকেজ হয়ে আগুনে মা-মেয়ে দগ্ধ হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। রবিবার বেলা ১০টার দিকে পল্লবীর ৭ নং সেকশনের ৫ নাম্বার রোডের ২১৯ নাম্বার বাসায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন হনুফা বেগম (৩৫) ও মেয়ে জেসমিন (১৭)।

উদ্ধারকারী প্রতিবেশী শাহীন জানান, সাত তলা ভবনের তৃতীয় তলায় একটি ফ্ল্যাটে গ্যাস লাইন লিকেজ হয়ে আগুন লাগে। এতে মা-মেয়ে দগ্ধ হন। এছাড়া পাশের রুমে আরও একজন সামান্য দগ্ধ হয়েছেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, দগ্ধদের বেলা ১২টার দিকে হাসপাতালে আনা হয়।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT