শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
পল্লবীতে রিজার্ভ ট্যাংক বিস্ফোরণে দগ্ধ আরো একজনের মৃত্যু
প্রকাশ: ০৮:৩০ am ২৯-০৩-২০১৮ হালনাগাদ: ১১:০১ am ২৯-০৩-২০১৮
 
 
 


রাজধানীর পল্লবীতে বাড়ির রিজার্ভ ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হাসিন আরা খানম নামে আরো একজন মারা গেছেন। এই নিয়ে এ ঘটনায় দুইজন মারা গেলেন।

বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিস্ফোরণের পর সৃষ্ট আগুনে হাসিন আরা খানমের শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল। তিনি বাড়ির মালিক ইয়াকুব আলীর স্ত্রী। গতকাল সকালে রুহি (৩) নামে এক শিশু চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

এ ঘটনায় দগ্ধ আরো তিনজন বাড়ির মালিক ইয়াকুব আলী, ভাড়াটিয়া ইয়াসমিন, বাসার কেয়ার টেকার হাসান ঢামেকে ভর্তি আছেন।

বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শঙ্কর পাল জানান, ইয়াসমিনের ৪১ শতাংশ, ইয়াকুব আলীর ৭০ ও হাসানের ৩২ শতাংশ শরীর দগ্ধ হয়।

মঙ্গলবার বেলা ১১টার দিকে মিরপুর-১২ ডি ব্লকের ১৯ নম্বর রোডের ৪৩ নম্বর ইয়াকুব আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন জানায়, মঙ্গলবার সকালে পানির ট্যাংক পরিষ্কার করার জন্য ঢাকনা খোলা হয়। ভেতরে অন্ধকার থাকায় মোমবাতি জ্বালানো হলে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT