শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ৮ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
পশ্চিম তীরে ইহুদি বসতির কাছে তিনজন ইসরায়েলিকে গুলি করে হত্যা
প্রকাশ: ০৪:১৮ pm ২৬-০৯-২০১৭ হালনাগাদ: ০৪:১৯ pm ২৬-০৯-২০১৭
 
 
 


পশ্চিম তীরে ইহুদি বসতির কাছে তিনজন ইসরায়েলিকে গুলি করে হত্যা করা হয়েছে। ইসরায়েলের আর্মি রেডিওর প্রতিবেদনের বরাত দিয়ে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) আল-জাজিরা জানিয়েছে, এ ঘটনায় আরো একজন আহত হয়েছে। ফিলিস্তিনি বন্দুকধারীর গুলিতে ওই তিনজন নিহত হয়েছেন বলে জানা গেছে। পরবর্তীতে ইসরায়েলের নিরাপত্তা রক্ষীরা ৩৭ বছর বয়সী ওই বন্দুকধারীকে গুলি করে হত্যা করে। ওই বন্দুকধারী পশ্চিম তীরের হার আদার নামক সীমান্তবর্তী স্থানে ফিলিস্তিনি শ্রমিকদের সঙ্গে প্রবেশের অপেক্ষায় ছিল। পরে সে পুলিশ ও নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গুলি ছুড়ে। গাজায় হামাসের একজন মুখপাত্র হাজেম কাশেম বলেন, এই হামলা এটাই প্রমাণ করে যে ফিলিস্তিনিদের প্রতিরোধ ভেঙ্গে পড়েনি। বিশেষ করে দখলকৃত পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনের ফিলিস্তিনিরা সোচ্চার। তিনি বলেন, "কেবল প্রতিরোধ গড়ে তোলার মধ্যেই আমাদের মুক্তি এবং স্বাধীনতা নিশ্চিত হতে পারে। আন্তর্জাতিক সংগঠনের সামনে ভিক্ষার ঝুলি ফেলে এটা কখনো অর্জন হবে না।" ২০১৫ সালের সেপ্টেম্বর থেকে ফিলিস্তিনিরা ৪৮ জন ইসরায়েলি নাগরিককে হত্যা করেছে। অপরদিকে ইসরায়েলি বাহিনী ২৫৫ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। বেশিরভাগ হামলাই করা হয়েছে দখলকৃত পশ্চিম তীরে।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT