শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ৯ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
পাকিস্তানের করাচিতে হোটেলে আগুন, নিহত ১১
প্রকাশ: ১২:০০ am ০৫-১২-২০১৬ হালনাগাদ: ১০:২৪ am ০৫-১২-২০১৬
 
 
 


পাকিস্তানের করাচিতে চার তারা রিজেন্ট প্লাজা হোটেলে অগ্নিকা-ে নিহত হয়েছেন ১১ জন। আহত হয়েছেন অনেকে।

উদ্ধারকর্মীরা জানিয়েছেন, করাচির শাহরাহ-ই-ফয়সালে সোমবার ভোরে বিলাসবহুল হোটেলের নিচতলায় রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। অনেক অতিথি বিভিন্ন কক্ষে আটকা পড়েন।

ডন অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটকে পড়া অতিথিদের উদ্ধারে তৎপরতা শুরু করেন। তিন ঘণ্টা প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা।

ইধি ফাউন্ডেশনের কর্মকর্তা ফয়সাল ইধি জানিয়েছেন, আগুনে পুড়ে মারা গেছেন ১১ জন। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

জিন্নাহ পোস্টগ্রাজুয়েট মেডিক্যাল সেন্টারের জরুরি বিভাগের প্রধান ডা. জেমিন জামালি জানিয়েছেন, আগুনে আহত ৬৫ জনকে জরুরি বিভাগে আনা হয়েছে।

তিনি জানান, চিকিৎসার জন্য যাদের আনা হয়েছে, তাদের অনেকে জানালা দিয়ে লাফিয়ে পড়েছেন। তাদের শরীরের বিভিন্ন অংশের হাড় ভেঙে গেছে। আগুনের তাপে কাচ ফেটে যাওয়া কাচের টুকরোয় বিদ্ধ হয়েছেন বেশ কয়েকজন। আবার ধোঁয়ায় শ্বাসনালী ক্ষতি হয়েছে অনেকের।

জিন্নাহ মেকিড্যাল সেন্টারে আনা হয়েছে ১০ জনের লাশ। তাদের মধ্যে তিনজন চিকিৎসকসহ ছয়জন পুরুষ এবং চারজন নারী। জেমিন জামালি জানিয়েছেন, আগুনে তিনজন বিদেশি অতিথি আহত হয়েছেন। তবে তাদের অবস্থা স্থিতিশীল।

উদ্ধারাভিযান এখনো চলছে। আশঙ্কা করা হচ্ছে, বেশ কিছু লোক এখনো হোটেলে আটকা পড়ে আছেন।

আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। তদন্ত শুরু হয়েছে।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT