পাকিস্তানের লাহোরে বোমা বিস্ফোরণে ট্রাফিক পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেলসহ (ডিআইজি) কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন।
পাকিস্তানের পত্রিকা ডন জানিয়েছে, সোমবার পাঞ্জাব অ্যাসেম্বলির পাশে একটি প্রতিবাদ সমাবেশে ওই আত্মঘাতি বোমা বিস্ফোরিত হয়। ১৬ জনের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।
ট্রাফিক পুলিশের ওই ডিআইজির নাম আহমেদ মুবিন। তিনি আলোচনার মাধ্যমে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়ার চেষ্টা করছিলেন।
ওষুধ কোম্পানির লোকজন সেখানে প্রতিবাদ সমাবেশ করছিল। ওই সমাবেশের কারণে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর উল্লেখযোগ্য সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।