পাকিস্তানে শিয়া অধ্যুষিত কুরাম উপত্যকার পারাচিনর এলাকায় বোমা বিস্ফোরণে কমপক্ষে ২০ জন নিহত ও ৪৯ জন আহত হয়েছে।
সকালে পারাচিনর ঈদগাহর কাছে একটি সবজি বাজারে বোমা হামলা হয়। আইএসপিআর জানিয়েছে, সবজির কার্টনে করে আনা বোমাটি রাস্তায় বিস্ফোরণ ঘটানো হয়।
এখন পর্যন্ত কোনো সন্ত্রাসী গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, নিহতের সংখ্যা বাড়তে পারে। এর আগে ২০১৫ সালের ডিসেম্বরে পারাচিনরে বোমা হামলায় ২৫ জন নিহত হয়।