পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোয়েটায় ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ১৫ জন নিহত এবং ৩২ জন আহত হয়েছেন। শনিবার (১২ আগস্ট) রাতে সন্ত্রাসীরা সামরিক বাহিনীকে লক্ষ্য করে এ বিস্ফোরণ ঘটায় বলে ধারণা করা হচ্ছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে কর্তৃপক্ষ আশঙ্কা করছে। পাক সামরিক কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, একটি সামরিক ট্রাককে লক্ষ্য করে চালানো এ হামলায় ৮ জন সৈন্য এবং ৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। দেশটির প্রেসিডেন্ট মামনুন হুসেইন এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। বিবৃতিতে আরো বলা হয়, ট্রাকে একটি আগ্নেয় বোমা ফেলা হয় যার ফলে সেটি এবং তার আশপাশে আগুন ধরে যায়। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগতি বার্তাসংস্থা এএফপিকে জানান, "আমরা এখন পর্যন্ত ১৫ জনের নিহতের খবর নিশ্চিত করতে পারছি। এ ঘটনায় কমপক্ষে ৩২ জন আহত হয়েছে। এবং উদ্ধার অভিযান দ্রুত শেষ করাই আমাদের এখন অগ্রাধিকার।" এখন পর্যন্ত এ হামলার দায় কেউ স্বীকার করেনি।