শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪ ১৭ই কার্তিক ১৪৩১
Smoking
 
পুলিশের সঙ্গে তথাকথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত
প্রকাশ: ১০:২৯ am ১৩-১২-২০১৭ হালনাগাদ: ১০:৩১ am ১৩-১২-২০১৭
 
 
 


রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের বিজি প্রেস এলাকায় পুলিশের সঙ্গে তথাকথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত আবদুল্লাহসহ (৩১) কয়েকজন এ সময় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। আবদুল্লাহকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক রাত সোয়া ৪টায় মৃত ঘোষণা করেন।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, আবদুল্লাহ কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার আড়াইউড়া গ্রামের বাসিন্দা।

‘বন্দুকযুদ্ধ’ সম্পর্কে পুলিশের ভাষ্য হচ্ছে, বিজি প্রেস মাঠসংলগ্ন এলাকায় পিকআপভ্যান নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল কয়েকজন ডাকাত। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে আবদুল্লাহ নিহত হন। তখন অন্যরা পালিয়ে যায়।

ঘটনাস্থল থেকে একটি পিস্তল, তিনটি গুলি, তিনটি কার্তুজ ও দুটি চাপাতি উদ্ধার করা হয়েছে বলেও পুলিশ দাবি করেছে।

এ ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুজ্জামন ও এসআই মারগুব তৌহিদ আহত হয়েছেন দাবি করে এসআই মিজানুর রহমান আরো বলেন, তাঁদের রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT