শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
পৃথিবীতে আদর্শ দৈহিক গড়নের মালিক কেলি ব্রুকই
প্রকাশ: ১২:০১ pm ২১-০১-২০১৮ হালনাগাদ: ১২:৪৩ pm ২১-০১-২০১৮
 
 
 


ব্রিটিশ মডেল, অভিনেত্রী ও টেলিভিশন ব্যক্তিত্ব কেলি ব্রুক বিশ্বের আদর্শ দেহের অধিকারি নারী। অর্থাৎ তার ফিগারের সব কিছুই সঠিক মাপ ও পরিমাণে রয়েছে। সম্প্রতি এক গবেষণায় এই খেতাব দেয়া হয়েছে কেলি ব্রুক। ৩৯ বছর বয়সী এই মডেলের উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি।

বিজ্ঞান বলছে,তার চুল, নখ, হাত-পা থেকে শুরু করে সবকিছুই একেবারে আদর্শ মাপের। নারীর আদর্শ গড়নের মাপে কেলির দেহ পুরোপুরি খাপ খায়। ফলে একমাত্র কেলি ব্রুকই এই পৃথিবীতে আদর্শ দৈহিক গড়নের মালিক। তার মডেলিং ক্যারিয়ার শুরু হয় মাত্র ১৬ বছর বয়সে। এক সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেওয়া পরই মডেলিং শুরু করেন কেলি ব্রুক। এরপর আর পিছে ফিরে তাকাতে হয়নি। এর আগেও কেলি ব্রুক একাধিকবার আদর্শ ফিগারের নারী হিসেবে বিভিন্ন ম্যাগাজিনে স্থান করে নিয়েছিলেন।

সূত্র: ডেইলি মেইল

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT