শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
প্যারিসে হাতুড়ি নিয়ে পুলিশের ওপর হামলা, হামলাকারী গুলি বিদ্ধ
প্রকাশ: ১০:০০ am ০৭-০৬-২০১৭ হালনাগাদ: ১০:০৩ am ০৭-০৬-২০১৭
 
 
 


ফ্রান্সের রাজধানী প্যারিসে হাতুড়ি নিয়ে এক পুলিশ কর্মকর্তার ওপর হামলার চেষ্টা করেছেন এক ব্যক্তি। ওই পুলিশ কর্মকর্তা হামলাকারীকে গুলি করে আহত করেছেন।

মঙ্গলবার প্যারিসের নটর ডেম গির্জার বাইরে এ ঘটনা ঘটে। পুলিশ গির্জাটির সামনের এলাকা ঘিরে রেখেছে।

লন্ডনে হামলার রেশ কাটতে না কাটতেই প্যারিসে এই হামলা হল। যদিও উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে ফ্রান্স।
ফরাসি পুলিশ বলেছে, নটর ডেম গির্জার বাইরে এক ব্যক্তি হাতুড়ি নিয়ে পুলিশের ওপর হামলার চেষ্টা করার পর তাকে গুলি করা হয়েছে। ফরাসি গণমাধ্যম জানিয়েছে, হামলাকারী বুকে আঘাত পেয়েছে।

ওই ঘটনায় গির্জার দর্শণার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ সবাইকে গির্জাটি থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে।

রাজধানীর কেন্দ্রে সেন নদীর তীরে অবস্থিত নটর ডেম গির্জাটি পর্যটকদের অন্যতম আকর্ষণীয় স্থান।

এদিকে গত শনিবার রাতে ব্যস্ত লন্ডন ব্রিজ এলাকায় গাড়িচাপা দিয়ে এবং এর অদূরে একটি মার্কেটে ছুরি হামলা চালায় তিনজন। এতে ৭ জন নিহত ও ৪৮ জন আহত হন। পরে তিন হামলাকারীই পুলিশের গুলিতে নিহত হয়।

২০১৫ সাল থেকে ফ্রান্সে বেশ কয়েকটি সন্ত্রাসী হামলার ঘটনায় ২৩০ জনের বেশি লোক নিহত হয়েছে।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT