ফ্রান্সের রাজধানী প্যারিস পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল স্থানীয় সময় সন্ধ্যা সাতটা ৪০ মিনিটে প্যারিস পৌঁছছেন তিনি। চার্লস দ্য গল আর্ন্তজাতিক বিমানবন্দরে পৌছালে সেখানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ইমতিয়াজ হোসেন। এদিকে হোটেল লবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ফ্রান্স আওয়ামী লীগের নেতৃবৃন্দ। সোমবার (১১ ডিসেম্বর) সকালে প্রধানমন্ত্রী এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। আগামী বুধবার (১৩ ডিসেম্বর) রাতে ফ্রান্স ত্যাগ করবেন তিনি।