আবারো প্রচণ্ড গাড়ী বোমা বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তানের রাজধানী কাবুল। এ ঘটনায় এখন পর্যন্ত ২৪ জন নিহত এবং বহুসংখ্যক আহত হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন গুরুতর আহতের সংখ্যা ৪২ জন। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, কাবুল শহরের পশ্চিমে শিয়া অধ্যুষিত একটি এলাকায় এ ঘটনা ঘটেছে। তবে হামলাকারীর লক্ষ্য ঠিক কি ছিলো সেটি এখনো জানা যায়নি। এখন পর্যন্ত এ ঘটনায় দায় স্বীকার করেনি কেউ। ঘটনাস্থলের কাছেই উপ সরকারি প্রধান নির্বাহী মোহাম্মদ মোহাকিকের বাসভবন। মোহাকিকের একজন মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেছেন তারা ধারণা করছেন যে উপ সরকারি প্রধান নির্বাহীর বাসভবনই ছিলো বোমাভর্তি গাড়ির লক্ষ্যবস্তু। তবে নিরাপত্তা কর্মীরা গাড়িটিকে থামিয়ে দিয়েছিলো।