রাজধানীর মিরপুর ও দক্ষিণখান এলাকা থেকে নাইজেরিয়ার সাত নাগরিকসহ প্রতারক চক্রের আট সদস্যকে আটক করেছে র্যাব।
আটককৃতরা হলেন-ওগোচুকুকুউ আলফ্রেড ওরফে উইলিয়া, আনুকও ডোনেটাস ইুয়েলর, চিডি ইবিউইকে, মিশেল ওনিডিকা নিনজি, ওবাম সামুয়েল চুকু ডুলু, হেনরি ইছিয়াক, আনায়ও ওগাগাবা ও মো. আরিফুল ইসলাম।
র্যাব জানায়, মোবাইল ফোনে খুদে বার্তার মাধ্যমে লটারি জেতার প্রলোভন দেখিয়ে প্রতারণার দায়ে তাদের আটক করা হয়েছে।
মঙ্গলবার সকালে এ তথ্য জানিয়েছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়ার সহকারী পরিচালক মিজানুর রহমান ভূইয়া।
তিনি বলেন, সেমাবার রাতে পৃথক অভিযানে র্যাব-৪ এর সদস্যরা তাদের আটক করেন। এসময় তাদের কাছ থেকে ২২টি মোবাইল, ১টি ল্যাপটপ, ২টি মডেম, তিন হাজার ৫০০ নাইরা (নাইজেরিয়ার মুদ্রা), ৩০১ ইউএস ডলার, ১ লাখ ৪১ হাজার টাকা উদ্ধার করা হয়।
এ বিষয়ে বেলা ১১টার দিকে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।