রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ১০ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
প্রধানমন্ত্রী আজ দেশে ফিরছেন
প্রকাশ: ০৯:২৭ am ২১-০১-২০১৭ হালনাগাদ: ০৯:৩৩ am ২১-০১-২০১৭
 
 
 


প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুইজার-ল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) ৪৭তম বার্ষিক সভায় যোগদান শেষে আজ শনিবার সকালে দেশে ফিরছেন। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ইকে-০৮৮ ফ্লাইটটি গতকাল শুক্রবার স্থানীয় সময় দুপুর ২টা ৪৫ মিনিটে সুইজারল্যান্ডের জুরিখ আর্ন্তজাতিক বিমানবন্দর ত্যাগ করেছে। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান সুইজারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও জেনেভায় জাতিসংঘ দপ্তরে স্থায়ী প্রতিনিধি শামীম আহসান। 
জানা গেছে, পথে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে চার ঘণ্টা যাত্রাবিরতি করবেন প্রধানমন্ত্রী। আজ ভোর ৪টায় তিনি এমিরেটস এয়ারলাইন্সের আরেক ফ্লাইটে (ইকে-৫৮২) দেশের উদ্দেশে রওনা হবেন। সকাল সোয়া ১০টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি পৌঁছানোর কথা। 
সুইজারল্যান্ডে পাঁচ দিনের সফরে গত ১৬ জানুয়ারি ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। আবুধাবি হয়ে ওই দিন রাতেই জুরিখে পৌঁছান প্রধানমন্ত্রী। ডব্লিউইএফের প্রতিষ্ঠাতা ও নির্বাহী চেয়ারম্যান ক্লস সোয়াবের আমন্ত্রণে সংস্থাটির বার্ষিক সভায় যোগ দেন তিনি। বাংলাদেশের প্রথম কোনো নির্বাচিত সরকার প্রধান হিসেবে এ সভায় অংশ নিলেন শেখ হাসিনা।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT