প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে ছুটিতে যেতে বাধ্য করা হয়েছে। চাপ প্রয়োগের মাধ্যমে তাকে ছুটিতে পাঠানো হয়েছে। এটা বিচার বিভাগের জন্য নজিরবিহীন ঘটনা । এসব কথা বলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন। মঙ্গলবার (০৩ অক্টোবর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। বিকাল ৩টার দিকে সুপ্রিম কোর্টের জেষ্ঠ্য আইনজীবীদের নিয়ে পুনরায় বৈঠক করবে আইনজীবী সমিতি। গতকাল সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এক মাসের ছুটিতে যান। তার অবর্তমানে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।