প্রধান বিচারপতি এসকে সিনহার স্ত্রী সুষমা সিনহাও অষ্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। গত ১৩ অক্টোবর রাতে এর আগে ছুটিতে থাকা প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা অষ্ট্রেলিয়া যান।
মঙ্গলবার (১৭ অক্টোবর) রাত এগারোটা ৫৫ মিনিটে সুষমা সিনহা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের এসকিউ-৪৪৭ নম্বর ফ্লাইটে করে অষ্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা দেশ ত্যাগ করেন। সংশ্লিষ্ট সুত্র বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে গত শুক্রবার অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন প্রধান বিচারপতি এস কে সিনহা। ওই দিন সুষমা সিনহারও অস্ট্রেলিয়া যাওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তিনি যাননি।
প্রসঙ্গত, গত ১ অক্টোবর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এক মাসের ছুটির কথা জানিয়ে চিঠি দেন। পরে তার ছুটি আরো নয় দিন বাড়িয়ে ১০ নভেম্বর করা হয়েছে। এরপর ৫ অক্টোবর অস্ট্রেলিয়ার ভিসা সেন্টারে গিয়ে সস্ত্রীক ভিসার আবেদন করেন প্রধান বিচারপতি এসকে সিনহা।
প্রধান বিচারপতির বড় মেয়ে সূচনা সিনহা দীর্ঘদিন অস্ট্রেলিয়ায় বসবাস করছেন। সেখানেই প্রধান বিচারপতি সস্ত্রীক অবস্থান করবেন। তার আরেক মেয়ে কানাডায় বসবাস করেন।