শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
প্রশ্নপত্র ফাঁসে ১১৩টি প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষা স্থগিত
প্রকাশ: ০৪:১৩ pm ১২-১২-২০১৭ হালনাগাদ: ০৪:১৫ pm ১২-১২-২০১৭
 
 
 


এবার  দেশে প্রশ্নপত্র ফাঁসের ভয়াবহ অবক্ষয় এখন শ্পর্শ করতে শুরু করেছে প্রাথমিক বিদ্যালয়গুলোতেও। মুন্সীগঞ্জে ১১৩টি প্রাথমিক বিদ্যালয়ে প্রশ্নফাঁসের অভিযোগে বাংলা পরীক্ষা স্থগিত করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ৯টার দিকে সদর উপজেলার এসব স্কুলে পরীক্ষা স্থগিত করা হয়। জানা যায়, মঙ্গলবার সকাল ১০টায় প্রাথমিক বিদ্যালয়গুলোর ২য়, ৩য় ও ৪র্থ শ্রেণির বার্ষিক পরীক্ষা ছিল। কিন্তু সোমবার (১১ ডিসেম্বর) রাতে বাংলা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠলে জেলা প্রশাসক পরীক্ষা স্থগিত করার নির্দেশ দেন। তবে পরবর্তী পরীক্ষাগুলো যথা সময়েই হবে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার পঞ্চানন বালা জানান, আজকে বাংলা পরীক্ষা প্রশ্নপত্রের ফাঁসের অভিযোগে পরীক্ষা স্থগিত করা হয়। পরবর্তীতে তারিখ নির্ধারণ করে পরীক্ষা নেয়া হবে। জেলা প্রশাসক সায়লা ফারজানা জানান, সোমবার রাতে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠে এবং সত্যতা স্বরুপ জেলা প্রশাসকের ই-মেইলে প্রশ্ন পাঠায়। যার জন্য পরীক্ষা স্থগিত করার নির্দেশ দেই।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT