শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ৮ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিচ্ছে দক্ষিণ কোরীয়রা
প্রকাশ: ১২:৩০ pm ০৯-০৫-২০১৭ হালনাগাদ: ০৩:০৫ pm ০৯-০৫-২০১৭
 
 
 


দুর্নীতি কেলেঙ্কারিতে সাবেক প্রেসিডেন্টের পদত্যাগের পর দক্ষিণ কোরিয়ার অধিবাসীরা তাদের নতুন প্রেসিডেন্ট বেছে নিতে ভোট দিচ্ছে বলে জানিয়েছে ব্রিটিশ মিডিয়া বিবিসি।

দেশটির বাম বলয়ের প্রার্থী মুন জে’র বিপরীতে প্রতিদ্বন্দ্বীতা করছে মধ্যপন্থী নেতা আন কোহেল সু। আভ্যন্তরীন অর্থনৈতিক ইস্যু এবং পার্শ্ববর্তী দেশ উত্তর কোরিয়ার সঙ্গে বিবদমান বাজে পরিস্থিতির মধ্যে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

নির্বাচনে বিবদমান দুই প্রার্থীর মধ্যে বামপন্থী মুন ব্যক্তিগত পর্যায়ে উত্তর কোরিয়ার সঙ্গে যোগাযোগ বৃদ্ধির পক্ষে, যদিও সাবেক প্রেসিডেন্ট গুয়েন উত্তর কোরিয়ার সঙ্গে সকল প্রকার সম্পর্ক ছিন্ন করেছিল। তবে অন্য প্রার্থী আন কোহেল অনেকটাই যুক্তরাষ্ট্রপন্থী বলে জানা যায়।

দক্ষিণ কোরীয়দের তাদের সামনে থাকা মোট ১৩ জন প্রেসিডেন্ট প্রার্থীর মধ্য থেকে একজনকে আগামীর নেতৃত্বের জন্য বাছাই করবেন। বিশ্লেষকদের বক্তব্য অনুসারে, দক্ষিণ কোরিয়ার আভ্যন্তরীন নিরাপত্তা ইস্যুটি গুরুত্ব বহন করছে। যদিও লিবার্টি কোরিয়া পার্টির রক্ষণশীল প্রার্থী হং জুন পিও বামপন্থী প্রার্থী মুনের সমালোচনা করে বক্তব্য দিয়েছেন।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT