শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ৮ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
প্লট দুর্নীতি মামলায় রাজউকের সাবেক চেয়ারম্যান ও পারটেক্স পরিচালক গ্রেপ্তার
প্রকাশ: ১২:৩০ pm ০৯-০২-২০১৭ হালনাগাদ: ০২:৫৯ pm ০৯-০২-২০১৭
 
 
 


প্লট জালিয়াতির মামলায় রাজউকের সাবেক চেয়ারম্যান ও সাবেক সচিব ইকবাল উদ্দিন চৌধুরী ও পারটেক্স গ্রুপের পরিচালক শওকত আজিজকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) সকালে তাদেরকে আটক করা হয়েছে বলে দুদকের নির্ভরযোগ্য একটি সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি অভিযানিক টিম বৃহস্পতিবার সকালে পরিবাগের বাসা থেকে ইকবাল উদ্দিন চৌধুরীকে এবং গুলশানের বাসা থেকে শওকত আজিজকে গ্রেফতার করা হয়।

এদিকে প্লট বরাদ্দে অনিয়ম ও প্রভাব খাটিয়ে ২০ কাঁঠা জমি বরাদ্দ নেওয়ার অভিযোগে বুধবার (০৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে রাজধানীর মতিঝিল থানায় একটি মামলা দায়ের করে দুদক।

মামলায় ইকবাল উদ্দিন চৌধুরী ও শওকত আজিজ ও তার ভাই রুবেল আজিজসহ রাজউকের ছয়জন কর্মকর্তাকে আসামি করা হয়।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT