ফরিদপুরের নগরকান্দা উপজেলার গজারিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন লেগে ১৩ জন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এস এম নাসিম জানান, নড়াইল থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে খুলনাগামী একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়ে। এতে বাসের সিলিন্ডার বিস্ফোরিত হলে দুই গাড়িতেই আগুন ধরে যায়। এসময় আগুনে পুড়ে ঘটনাস্থলেই ১৩ জন নিহত হয়। এ ঘটনায় আহত হয়েছেন ৩৫ জন। তাদের ভাঙ্গা ও মুকছেদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কানজক বলে জানা গেছে।
খবর পেয়ে ফরিদপুর ও মুকছেদপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিভায় এবং হতাহতদের উদ্ধার করে।