মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের পুলিয়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মাদারীপুর জেলার শিবচরের মিনু মোল্যার ছেলে মিলন মোল্যা (২৮) ও আলহাজ শেখের ছেলে চাঁন শেখ (২৬)।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজুল ইসলাম জানান, ঘটনাস্থলে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। পেছন থেকে ইটবাহী অপর একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে হতাহতের ঘটনা ঘটে।
ওসি জানান, নিহত দুজনই ট্রাকের মালামাল উঠানো-নামানোর কাজ করতেন। নিহতের মধ্যে চান মিয়া ঘটনাস্থলেই মারা যান এবং মিলনকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। নিহতদের লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে।