রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫ ৬ই মাঘ ১৪৩১
Smoking
 
ফেসবুকের মতো গুগলেও যুক্ত হতে যাচ্ছে নিউজ ফিড
প্রকাশ: ১০:২৬ am ৩১-০৭-২০১৭ হালনাগাদ: ১০:২৮ am ৩১-০৭-২০১৭
 
 
 


ফেসবুকের মতো গুগলেও যুক্ত হতে যাচ্ছে নিউজ ফিড। গুগলে গিয়ে কোনো কিছু সার্চ দেওয়ার আগেই হোম পেজে ভেসে উঠবে খবর, ভিডিও ও গানসহ অনেক কিছু। তবে গুগলের হোমপেজের গুগল ফিডে কী কী থাকবে তা নির্ধারিত হবে ব্যবহারকারীর পূর্ববর্তী সার্চ হিস্ট্রির রেকর্ড অনুযায়ী। ব্যবহারকারীদের জন্য সার্চ রেজাল্টের পাশে ‘ফলো’ নামে একটি অপশন রাখা হচ্ছে। যাতে ক্লিক করে গুগলের হোমপেজে পছন্দমতো টপিক সিলেক্ট করা যাবে। ফিল্টার বাবল ইফেক্ট এড়াতে গুগলের নিউজ ফিডে বিভিন্ন পাবলিশারের কনটেন্ট রাখা হবে। যাতে আগের সার্চ করা টপিকের বাইরেও নিউজ ফিডে অন্যান্য টপিক দেখা যায়। অ্যান্ডার অ্যানালাইসিসের একজন গবেষক এ বিষয়ে বলেন, এই সংযোজন গুগলকে তার অন্যান্য প্রতিযোগীর সঙ্গে পাল্লা দিতে সহায়তা করবে। বর্তমানে ফেসবুকের নিউজ ফিডই গুগলের সবচেয়ে বড় প্রতিযোগী। তারা ব্যবহারকারীদেরকে কনটেন্টে ক্লিক করানোর জন্য বিভিন্ন উপায় খুঁজে নিচ্ছে। গত বছরের শুরুতেই গুগল পরীক্ষামূলকভাবে তাদের স্মার্টফোন অ্যাপে নিউজ ফিড ফিচারটি চালু করে। গুগলের সিদ্ধান্ত ছিল নিউজ ফিডের সুবিধাটি শুধু যুক্তরাষ্ট্রেই সীমাবদ্ধ রাখা হবে। কিন্তু পরে তারা এই সিদ্ধান্ত পরিবর্তন করে জানায় গুগল ডট কমেও যুক্ত করা হবে ‘গুগল ফিড’। সার্চ জায়ান্ট গুগল জানিয়েছে, এই সার্চ ফিচারটি যুক্তরাষ্ট্রে বুধবার থেকেই ব্যবহারকারীরা পাওয়া শুরু করেছেন। চলতি সপ্তাহে অন্যান্য দেশের ব্যবহারকারীরাও নতুন অ্যাপটি পাবেন। বিবিসি অবলম্বনে।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT