জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব ও ইত্যাদির উপস্থাপক হানিফ সংকেত ইংরেজি নববর্ষ উপলক্ষে তার ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের জন্য প্রথমবারের মতো একটি ভিডিও বার্তা দিয়েছেন।
নববর্ষের প্রথম প্রহরে দুই মিনিটের ভিডিও বার্তায় সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানান হানিফ সংকেত। সেই সঙ্গে তিনি আরও বলেন, জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি ২০১৭ সালে ২৯ বছরে পা দিয়েছে। এ ক্ষেত্রে সবার ভালোবাসা, সমর্থন ও সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ জানান তিনি। হানিফ সংকেত বলেন, ‘হঠাত্ করে ফেসবুকে আমাকে দেখে অনেকেই অবাক হচ্ছেন। স্বভাবগত কারণে সব মাধ্যমে যখন-তখন বিচরণ করি না। আমি সব সময়ই দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রচারবিমুখ মানুষদেরকে তুলে আনার চেষ্টা করি। এরা কোনো মূল্যায়ন, প্রাপ্তি বা স্বীকৃতির লোভে কিছু করেন না। এদের কোনো চ্যানেল নেই। টিভির পর্দার প্রতি কোনো আকর্ষণ নেই। ফেসবুক-টুইটারেও কোনো আত্মপ্রদর্শন নেই। বরং কাজ নিয়েই ব্যস্ত থাকেন। যদিও তাদের অনেকেই ইত্যাদিতে প্রচারের পর রাষ্ট্রীয় সম্মাননাও পেয়েছেন। একই আদর্শের অনুসারী বলে আমিও চেষ্টা করি ক্যামেরার সামনে একটু কম আসতে।’
তিনি আরও বলেন, ডিজিটাল পাতায় করা দর্শকদের প্রতিটি মন্তব্যই পড়তে চেষ্টা করি। তাদের প্রতিটি মন্তব্যই আমার কাছে মূল্যবান।
ফেসবুকে ভিডিও বার্তা সম্পর্কে বলেন, ‘অনেকেই আমাকে ফেসবুকে দেখতে চান। এই ফেসবুকে আসার কারণ তারাই। দর্শকদের ভালোবাসাই আমার চলার পথের পাথেয়। আপনারা আছেন বলেই আমরা এখনও কাজ করার সাহস পাই, অনুপ্রেরণা পাই।’